অগ্রণী ব্যাংকের শাখা স্থানান্তর স্থগিতের দাবিতে বাঘারপাড়ায় মানববন্ধন

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৬:৩০:২৬ পিএম

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ার ভাঙ্গুড়া বাজারে অবস্থিত অগ্রণী ব্যাংকের শাখা স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার সকালে ভাঙ্গুড়া বাজারে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যাংক গ্রাহকসহ এলাকাবাসী এ মানববন্ধন করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রাণী বিশ্বাস, ভাঙ্গুড়া আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিখিল কুমার আঢ্য, সমাজসেবক বিপুল বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন মিলন প্রমুখ।
দীর্ঘ ৩৫ বছর যাবত অগ্রণী ব্যাংকের শাখাটি ভাঙ্গুড়া বাজারে পরিচালিত হয়ে আসছে। আগামী মাস থেকে ধলগা রাস্তার বাজারে শাখাটির পরিচালনার সিদ্ধান্ত নেয় ব্যাংক কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা  সংসদ সদস্যের ডিও লেটারসহ উধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়।  
ব্যাংকের গ্রাহক শেফালি খাতুন, সরোয়ার হোসেন, ইমরান হোসেন বলেন, আমরা দীর্ঘ দিন যাবত ব্যাংকটিতে বিভিন্ন ধরনের লেনদেন করে আসছি। দরকার হলে ধলগা রাস্তার বাজারে নতুন করে শাখা দিয়ে ব্যাংক পরিচালনা করুক। 
মঙ্গলবার সকাল ১১টায় গ্রাহকরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে ব্যাংক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন করেন। ব্যানার গুলোতে লেখা ছিলো এমন, ‘ব্যাংক আমাদের নিকট একটি সন্তান, আমরা সন্তানকে হারাতে চাই না। ব্যাংক হস্তান্তর করতে দেবো না।’