দাকোপে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

এখন সময়: মঙ্গলবার, ১৬ এপ্রিল , ২০২৪, ১১:৪৪:০০ এম

দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারি সংস্থা রুপান্তরের উদ্যোগে করোনা সংকট মোকাবেলায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
রুপান্তরের বেইস প্রকল্পের আওতায় মঙ্গলবার সকালে চালনা পৌরসভা মিলনায়তনে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির। অন্যান্যের মধ্যে আলোচনা করেন শেখ জার্জিস উল্লাহ জেলা কো-অর্ডিনেটর বেইস, শেখ নকিব জিল্লুর রহমান খানজাহানিয়া গণবিদ্যালয় বাগেরহাট, নমিতা মল্লিক ফিল্ড অফিসার, মৌসুমী রায় ওয়াশ প্রকল্প, আল ইমরান মুন্না ওয়াশ প্রকল্প, মৃনাল মন্ডল ফিল্ড অফিসার উপজেলা লিগ্যাল এইড দাকোপ, রফিকুল ইসলাম সভাপতি যুব ফোরাম রুপান্তর। অনুষ্ঠানে দলিত সম্প্রদায়ের ১৭ জন নারী পুরুষকে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির উপর ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে।