ঝিনাইদহে মেম্বর প্রার্থীর সমর্থকদের উপর হামলা

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৯:২৩:২৫ এম

ঝিনাইদহ প্রতিনিধি : আসন্ন ইউপি নির্বাচনে ঝিনাইদহে এক মেম্বর প্রার্থীর সমর্থকদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যায় সদর উপজেলার ফুরসুন্ধি ইউনিয়নের জিতড় ভাবানিপুর গ্রামের কালীতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, আসন্ন ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে ফুরসুন্ধি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জিতড় ভাবানিপুর গ্রামে অজয় বিশ্বাস টিউবয়েল প্রতীকে ও আসাদুজ্জামান টিপু ফুটবল প্রতীকে মেম্বর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার সন্ধ্যায় টিউবয়েল প্রতীকের সমর্থক সনাতন বিশ্বাসের ছেলে সনজিত বিশ্বাস ও পুলিং মাঝির ছেলে পশুপতি বিশ্বাসসহ বেশ কয়েকজন গ্রামের মাঝে ভোট চেয়ে বাড়ির পথে যাচ্ছিলেন। পথিমধ্যে কালীতলা নামক স্থানে তারা হামলার শিকার হয়। এ সময় সনজিত বিশ্বাস মারাত্বকভাবে আহত হয়। এছাড়াও বাকি দুই জনকে প্রথমিক চিকিৎসা দেয়া হয় এবং সনজিতের মাথায় মারাত্বক আঘাত করায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, মেম্বার প্রর্থীর সমর্থকদের মারধর করা হয়েছে এমনটি শোনার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। সনজিত নামে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, অন্যায়কারী যেই হোক না কেন সে ছাড় পাবে না।