দাকোপে ‘উদ্যোক্তায় যুব সমাজ’ শীর্ষক সংলাপ

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৩:৫০:৫৭ পিএম

দাকোপ প্রতিনিধি : দাকোপে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের আয়োজনে উদ্যোক্তায় যুব সমাজ সম্ভাবনা এবং চ্যালেঞ্জ দিন ব্যাপী আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পরিতোষ কুমার রায় এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। আলোচনা করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাপস কুমার দাস, ইংল্যান্ডের ল্যাংকেস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গভেষক ড. মনোজ রায় ও ড. এহসান কবির, সিপিআরডি’র গবেষক মোঃ আকিব জাভেদ, উপপরিচালক সুশীলন সাচ্চিদানন্দ বিশ্বাস, প্রকল্প সমন্বয়কারী সুশীলন শংকর কুমার দাস, মাঠ গভেষক সুব্রত কুমার গাইন, এ্যাডরা প্রতিনিধি রুখসানা পারভিন প্রমুখ। ব্রাক, সিপিআরডি, দ্বীপ উন্নয়ন সংস্থা, এমএমএস, পপি, প্রয়াস, জিসিআরএফ, ইউকেআরআই, ডেলটার্স,  ল্যাংকেস্টার বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার যুব সমাজকে যুব সম্পদে পরিনত করার লক্ষে উদ্যোক্তা সৃষ্টিতে উৎসাহী করতে বহুমূখী আলোচনা এবং বাস্তবভিত্তিক ধারনা দেয়া হয়।