কালিগঞ্জে শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিসভা

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৭:৪৭:২৫ এম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা সোমবার (৬ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।  
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রোকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিলা খাতুন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার ও মথুরেশপুর ইউপি’র নবনির্বাচিত  চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু প্রমুখ। এ সময় শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস উদযাপন ও বিজয়ের সুবর্ণজয়ন্তী  যথাযোগ্য মর্যাদায় উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। 
প্রস্তুতি সভায় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।