শৈলকুপার ত্রিবেনী ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৫ জন

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৭:৫৬:৫১ এম

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শৈলকূপা উপজেলার ১নম্বর ত্রিবেণী ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন পেতে মাঠে রয়েছেন ৫ জন। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। তবে শৈলকুপা উপজেলায় তফসিল ঘোষণা না হলেও কে হবেন নৌকার মাঝি-তা নিয়ে নেতাকর্মী ও সাধারণ ভেটারদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে। ত্রিবেনী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীর মধ্যে সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা রয়েছেন। ত্রিবেনী ইউনিয়ন ঘুরে এ তথ্য জানা গেছে। 
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১নং ত্রিবেনী ইউনিয়নে ১৬টি গ্রাম, মোট ভোটার ১৬,৭৭৫ জন।  এরমধ্যে পুরুষ ভোটার ৮৪২৫ জন ও নারী ভোটার ৮৩৫০ জন। ১নং ত্রিবেনী ইউনিয়নের সাধারন ভোটাররা জানান, আসন্ন ইউপি নির্বাচনে একজন সৎ, ন্যায়পরায়ন ও জনবান্ধব প্রকৃতির লোক আমরা চাই। বিপদে, দুঃসময়ে আমরা তার নিকট থেকে বিভিন্নভাবে সহযোগীতা পাবো, এমন ব্যক্তিই যেন মনোনয়ন পায়। এমনটাই সাধারন ভোটাররা আশাবাদ ব্যক্ত করেন। সূত্রে জানা গেছে, এই ইউনিয়নে দলীয় মনোনয়ন পেতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সেকেন্দার আলী মোল্লা, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য রেজাউল করিম খাঁন, ত্রিবেনী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলম খাঁন, শাহীন মোঃ আল আমিন জোয়ার্দার মাঠে রয়েছেন। এছাড়া জোর গুঞ্জন রয়েছে মরহুম চেয়ারম্যান জহুরুল হক খানের স্ত্রী মনোনয়ন পেতে জোর প্রচেষ্টা ও দলীয় নেতাদের সঙ্গে লবিং চালাচ্ছেন। দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহীন ছাড়া অন্যরা জানান, আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত রয়েছি। গণতান্ত্রিক পন্থায় দলীয় মনোনয়ন প্রত্যাশী। এই ইউনিয়নে মনোনয়ন যেই পাক, তার সাথে আমরা ভোট করবো। দলীয় সিদ্ধান্তের বাইরে আমরা যাবো না। মনোনয়ন প্রত্যাশী শাহীন ভিন্নমত পোষণ করে জানান, আমি মুক্তিযোদ্ধার সন্তান। আমার পরিবার আওয়ামী রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত। সেই সূত্রে আমি মনোনয়ন প্রত্যাশী। তবে মনোনয়ন না পেলে স্বতন্ত্র হিসেবে তিনি মাঠে শেষ পর্যন্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন। অপরদিকে ত্রিবেনী ইউনিয়নে সম্ভাব্য ৫ জন মনোনয়ন প্রত্যাশী থাকলেও সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী মোল্লা ও ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য রেজাউল করিম খাঁনকেই মনোনয়নের দিক থেকে এগিয়ে রাখছেন ওই ইউনিয়নের সাধারণ ভোটাররা।