এসএসসি পরীক্ষায় প্রক্সি মাগুরায় যুবক শ্রীঘরে

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ১১:০২:২১ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখায় এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ছাত্রলীগ নেতা মোজাহার বিশ্বাসের  পক্ষে প্রক্সি দিতে গিয়ে আল আমিন মোল্যা (২২) নামে এক যুবককে ১ বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । দণ্ডপ্রাপ্ত আল-আমিন উপজেলার শ্রীহট্ট গ্রামের আকতার মোল্যার ছেলে।  গতকাল  মঙ্গলবার সকাল  দশটায় মাগুরার শালিখা উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। 
সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব কুমুদ রঞ্জন বিশ্বাস জানান-উপজেলার সিংড়া-তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ( ভোকেশনাল ) পরীক্ষার্থী  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোজাহার বিশ্বাস যার রেজিঃ নং-২৭০০১৮৬২০৯,রোল নম্বর- ২৪১৩২৯ । তার স্থলে আল-আমিন মোল্যা (২২) প্রক্সি দিতে গেলে কেন্দ্রের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফারহানুল হক বিষয়টি জানতে পেরে তাকে আটক করে । পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র  ওই পরীক্ষাথীৃকে ১ বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন ও শ্রীঘরে পাঠান।