তোমাদের জানাই স্যালুট

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৭:২৬:০০ এম

-মিজানুর রহমান তোতা

আমরা বাংলায় কথা বলি
বাংলায় কবিতা লিখি ভাব ভাষায় করি গান
এটা তোমাদেরই অবদান
মায়ের ভাষার জন্য দিয়োছো রক্ত ঢেলে
আমরা তোমাদের ভুলবো না।

তোমরা শহীদ আকাশের উজ্জ্বলতম তারা
রাতের অন্ধকারে ছড়াও জ্বলজ্বলে আলো
তোমাদের কথা মনে পড়ে--
বাস্তবতার নিরিখে ভাবনার গভীরে কাতর
কেন যে করতে পারি না আদর নেই তার উত্তর।

বীর জীবনের কাহিনী শুনি, আশ্চার্য সব উদাহরণ
ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেয় অকাতরে
পৃথিবীর ইতিহাসে বিরল
মহান দিবসটি পালিত হয় শ্রদ্ধাভরে
কিন্তু সবখানে সমানতালে বাংলার হয় না ব্যবহার।

বাংলিশ বলি, ভাঙা ভাঙা ইংলিশ বলি
বাহবা কুড়িয়ে আত্মতৃপ্তির ঢেকুর তুলি
ভিন্নমাত্রার মানসিকতায় বন্দি বাংলা ভাষা
মুখে বলি ভুলিনি ভুলবো না--
এটি কতটুকু সত্য, শুধু কী বিনীত ফুলেল শ্রদ্ধা
ভুলেছি রক্তের উদ্দেশ্য আদর্শ নীতি নৈতিকতা
তোমরা অমর শহীদ, তোমাদের জানাই স্যালুট।