যশোরকে নিয়ে একটি স্বপ্নের কথা

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ১২:৫৮:০৪ এম


যশোরকে নিয়ে একটি স্বপ্নের কথা
- আমিরুল ইসলাম রন্টু

প্রিয় জেলা যশোরকে নিয়ে ভাবি বহুকথা
কিন্তু পাই না আদৌ কোন সীমারেখা।
অনেক কথা - অনেক ইহজাগতিক কথা
বিশ্ব চরাচরে এটাই বড়মাপের হস্তরেখা।
তবে একটি বিশেষ কথা এ সূত্রে এসে যায়
তখন স্বপ্ন আর জাগতিক কথা মিলে যায়।
মনোমধ্যে প্রশ্ন ওঠে স্বপ্নের কথা আসলে কী?
রয়ে যায় তখন মনোমধ্যে প্রশ্ন - সেসব কী?
জাগতিক কথা তখন যেন থমকে দাঁড়ায়
স্বপ্নকে নিয়ে চিন্তায় আমি কেবল হাবুডুবু খাই।পার্থক্য যোজন স্বপ্নের কথা - জাগতিক কথার
দূর সে বহুদূর - সে যে অনেক অনেক দূর।
জেলা যশোরকে নিয়ে তখন ভাবতে বসি
রয়ে যায় মনোমধ্যে আসলে-....তা কী?
স্বপ্ন আর বাস্তব আদৌ কখনো এক নয়
স্বপ্ন স্বপ্নই - মনোমধ্যে কেবল ঘূরপাকে রয়।
এটা ঠিক যদি মনোমধ্যে তার দৃঢ়তা থাকে
সে আদৌ না কাজে দূর্বলতা অনুভব করে।