Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চোরাই ইজিবাইক নিয়ে দ্বন্দ্বে নারীকে ছুরিকাঘাত, গ্রামপুলিশকে গণপিটুনি

এখন সময়: বুধবার, ৩ ডিসেম্বর , ২০২৫, ০৩:৪৮:৪৩ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে একটি চোরাই ইজিবাইক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এক নারী ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গ্রামপুলিশ সদস্যকে গণপিটুনি দেয়। বর্তমানে আহত নারী ও গ্রামপুলিশ- উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে মঙ্গলবার সকাল ছয়টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইক চুরি-সংক্রান্ত একটি বিষয় নিয়ে মীমাংসার জন্য কৃষ্ণবাটি গ্রামের সোনিয়া নামের এক নারী আরবপুর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ সদস্য, মণ্ডলগাতি গ্রামের জিন্নাত আলীকে কৃষ্ণবাটিতে ডেকে আনেন। কথোপকথনের এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এসময় জিন্নাত আলী ক্ষিপ্ত হয়ে সোনিয়ার পায়ে ছুরিকাঘাত করেন।
পরবর্তীতে স্থানীয় লোকজন জড়ো হয়ে জিন্নাত আলীকে আটক করে গণধোলাই দেয়। এতে তিনিও গুরুতর আহত হন। পরে তাদের আত্মীয়-স্বজন দ্রুত উভয়কে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত জিন্নাত আলীর ছেলে জানান, সোনিয়ার ছেলে হৃদয় তার (জিন্নাতের) মাধ্যমে একটি ইজিবাইক একজনের কাছে বিক্রি করেন। পরে জানা যায়, ওই ইজিবাইকটি চোরাই। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সকালে সোনিয়া তার বাবাকে ডেকে নিয়ে মারধর করেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে। ছুরিকাঘাতে আহত নারীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)