নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেল ও মোটরভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে খাজুরা পুলের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন ইসমাইল (৬০), পিতা মৃত আব্দুল হালিম মোল্লা, মির্জাপুর; এবং আসাদুজ্জামান (৫০), পিতা বাবর আলী, সেকেন্দারপুর। দুর্ঘটনায় আহত দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
তারা বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কামুক্ত।