নিজস্ব প্রতিবেদক : যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মঙ্গলবার আলাদা অভিযান চালিয়ে গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অপর একজনের বিরুদ্ধে কোতয়ালি থানায় নিয়মিত মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শহরতলীর শেখহাটি গ্রামের মৃত দৌলত আলী মন্ডলের ছেলে শাহ আলমকে ১শ’ গ্রাম গাঁজা, সদরের ছোট গোপলপুর গ্রামের আব্দুস সামাদ মোল্যার ছেলে রাশেদুল ইসলামকে ৫০ গ্রাম গাঁজাসহ ও ভাতুড়িয়া গ্রামের হাসানুর রহমানের ছেলে মুস্তাক হোসেনকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে আটক তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
আদালতের বিচারক সোহাইব হাসান আকন্দ আসামি রাশেদুলকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ জরিমানা এবং আসামি শাহ আলমকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১৬০ টাকা জরিমানার আদেশ দেন।
অপরদিকে বিচারক আসিফ উদ্দীন আসামি মোস্তাক হোসেনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩শ’ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত প্রত্যেককে কারাগারে পাঠানো হয়।
এছাড়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সকালে যশোর সদরের ইছাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় আহসান উল্লাহকে আটক ও তার কাছ থেকে ৬শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আহসান উল্লাহ ইছাপুর গ্রামের মধ্যপাড়ার হাবিব উল্লাহর ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বাদী হয়ে আটক আহসান উল্লাহর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছে। আটক আহসান উল্লাহকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।