ক্রীড়া প্রতিবেদক: যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জয় পেয়েছে মণিরামপুর উপজেলা দল। মঙ্গলবার বিকেলে স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মণিরামপুর উপজেলা দল ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে বাঘারপাড়া উপজেলা দলকে। মণিরামপুর উপজেলা দলের পক্ষে একমাত্র গোলটি করেন সুজিত সরকার। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিলো বাঘারপাড়া উপজেলা দল। অপরদিকে, এ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিলো মণিরামপুর উপজেলা দল। এদিকে, আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে চলতে থাকে টুর্নামেন্টের দ্বিতীয় খেলা। ম্যাচের সময় অনেকটা অতিক্রান্ত হলেও ফিনিসারের আভাবে কোনো দল গোলের দেখা পাচ্ছিল না। এমনি ভাবে গোল শূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়য়ার্ধের শুরু থেকে গোল করতে মরিয়া হয়ে ওঠে উভয় দলের খেলোয়াড়। তবে কাক্সিক্ষত গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। অবশেষে ম্যাচের ৭৯ মিনিটে সুজিত সরকারের গোলে এগিয়ে যায় মণিরামপুর উপজেলা দল। খেলার বাকি সময় আর গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মণিরামপুর উপজেলা দলের খেলোয়াড়রা। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার পান জয়ী দলের সুজিত সরকার। ২টি গ্রুপে বিভক্ত হয়ে ৮টি দল অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। ‘ক’ গ্রুপের আছে-কেশবপুর,মণিরামপুর,চৌগাছা ও বাঘারপাড়া উপজেলা দল। খ গ্রুপের দল-শার্শা, ঝিকরগাছা,সদর ও অভয়নগর উপজেলা দল। জেলা প্রশাসনে আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট আগামী ২০ নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে। ১৩ নভেম্বরের ম্যাচে মুখোমুখি হবে কেশবপুর বনাম চৌগাছা উপজেলা দল।