আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় আলমডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাসুদ পারভেজ রাসেল।
বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন, যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ টিপু, আইন আদালত বিষয়ক সম্পাদক মোহাম্মদ দারুস সালাম, শ্রম বিষয়ক সম্পাদক কাইয়ুম উদ্দিন হিরোক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক শফিউল আলম বকুল।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মামুন রেজার উপস্থাপনার বক্তব্য রাখেন পৌর জামায়াতের সেক্রেটারি মোসলেম উদ্দিন, জামায়াত নেতা তরিকুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ আলী, বণিক সমিতির সেক্রেটারি খন্দকার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।