আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ‘যমুনা এনজিও’ নামে একটি এনজিওর বিরুদ্ধে ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। লোন দেয়ার নামে প্রলোভন দেখিয়ে তারা মাত্র একদিনের ব্যবধানে তিনজনের কাছ থেকে ৯০ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম হারেজ ডাক্তারের বাগানের সামনে মুসার বাড়ি ভাড়া নিয়ে ‘যমুনা এনজিও’ নামে সাইনবোর্ড টানিয়ে অফিস সাজায়। টেবিল-চেয়ার ভাড়ায় এনে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তারা এনজিওর পরিচয় দিয়ে মাঠে নামেন এবং বিভিন্ন গ্রামের লোকজনকে লোন দেয়ার প্রলোভন দেন।
বিদেশে থাকা পরিবারের সদস্যদের নামে ৩ লাখ টাকা পর্যন্ত লোন দেয়া হবে, যার জন্য জামানত হিসেবে দিতে হবে মাত্র ৩০ হাজার টাকা। এতে প্রলুব্ধ হয়ে জামজামী উত্তরপাড়া গ্রামের লোকমানের স্ত্রী রাশিদা খাতুন, মামুনের স্ত্রী শাহনাজ খাতুন ও বেলগাছি ইউনিয়নের মৃত জোয়াদ আলীর স্ত্রী শাহাবুদ্দিন ওই চক্রকে মোট ৯০ হাজার টাকা জামানত হিসেবে দেন।
পরদিন অর্থাৎ ২৬ অক্টোবর রোববার দুপুরে লোন সংক্রান্ত কাগজপত্র ও টাকা নিতে অফিসে গেলে তারা দেখেন, সাইনবোর্ডসহ অফিসে তালা ঝুলছে। এরপর থেকে তাদের দেয়া মোবাইল নম্বর বন্ধ পাওয়া পেয়ে বাড়ির মালিকের সাথে যোগাযোগ করেন। বাড়ির মালিক মুসার স্ত্রী জানান, এনজিওর জন্য রুম দরকার বলে বসেছিল। তাদের অফিসার আসলে টাকা দেবে। তারা টাকা না দিয়ে দুই ঘণ্টার মধ্যে চলে যায়। পরদিন জানতে পারি, তারা এনজিও খুলে প্রতারণা করেছে।
এই ঘটনায় ভুক্তভোগী রুকমান আলী আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার কথা পুলিশ স্বীকার করেছে।