আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কৃতিসন্তান, চিকিৎসক শাফায়াত উল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শনিবার রাত ১১টা ৪৫ মিনিটের সময় আলমডাঙ্গা শহরের বাবু পাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে ডা. নাফিসা আনজুম হিমুসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ৪ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। রোববার বেলা ১২ টার দিকে আলমডাঙ্গা দারুস সালাম চত্বরে জানাজা শেষে দাফন করা হয়।
জানাজায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, পৌর বিএনপির সেক্রেটারি জিল্লুর রহমান ওল্টু, সাবেক প্রাণিসম্পদ দপ্তরের সহকারী পরিচালক ডাক্তার জিল্লুর রহমান, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লিয়াকত আলী, আলমডাঙ্গার নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, বাড়াদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সমাজকর্মী ইকবাল হোসেন, আজিজুল হক সোমা, শামসুজ্জোহা শাবু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী প্রমুখ।