Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোরেলগঞ্জে যুবলীগ নেতার হামলায় কৃষক নিহত

এখন সময়: সোমবার, ৩ নভেম্বর , ২০২৫, ০২:৫১:২৭ এম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে যুবলীগ নেতার হামলায়  কালাম খান (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই লুৎফর খান। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার ছিংড়াখালী ইউনিয়নের ছোট জামুয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত কালাম খান মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে। 

নিহত কালাম খানের ছেলে মিঠু খান জানান , ঘটনার সময় ছোট জামুয়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে বসে আমার বাবা কালাম খান ও  বড় চাচা লুৎফর খান চা খাচ্ছিল। এ সময় সোহেল খানের নেতৃত্বে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কালাম খানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় লুৎফর খানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নিহতের প্রতিবেশী মামুন খান জানান, তারা একই বংশের এবং আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। সোহেল খান ও কালাম খানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সোহেল খান ও তার সহযোগীরা হামলা চালায়। এতে কালাম খান নিহত এবং তার বড় ভাই লুৎফর খান গুরুতর আহত হয়। সোহেল খান চিংড়াখালি ইউনি যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)