আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের দক্ষিণ দরগাহপুরে দু’দিনের তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ দরগাহপুর যুব সমাজ এ মাহফিলের আয়োজন করে।
আলহাজ আ. মজিদের সভাপতিত্বে ১ম দিন তাফসির পেশ করেন, মাও. আবুল হাসনাইন, মাও. তরিকুল ইসলাম ও হাফেজ মাও. মোবাশ্বির হোসাইন। দ্বিতীয় দিন তাফসীর পেশ করেন, মাও. মাসুদুর রহমান, ক্বারী আরিফুল ইসলাম ও মাও. আতিয়ার রহমান।
সঞ্চালনা করেন প্রভাষক মতিউর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সাইফুল আলম সাগর, জি এম রাজু আহসেদ, জি এম কল্লোল, কবিরুল ও ইউপি সদস্য আ. কাদের গাজী।