নিজস্ব প্রতিবেদক: যশোরে আলাদা অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। একই সাথে মাদক সেবনের অভিযোগে দুইজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা মঙ্গলবার ঝিকরগাছা উপজেলার ফতেপুর খালাসীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল খায়ের (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আবুল খায়ের ওই গ্রামের মৃত মোকছেদ মোড়লের ছেলে।
এছাড়া একটি ভ্রাম্যমান আদালত মাদক সেবনের অভিযোগে চৌগাছার মস্যমপুর গ্রামে অভিযান চালিয়ে জুড়ন মন্ডলের ছেলে রাজিব হোসেনকে (২৪) এবং ধুলীয়ানি গ্রামের অভিযান চালিয়ে মৃত আব্দুর রশিদের ছেলে কুতুব উদ্দিন (৫৫) কে আটক করে। পরে তাদের যথাক্রমে ৩ মাসের কারাদণ্ড ও ২১ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়।
এদিকে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই আল আমিন হোসেন গত রোববার বিকেলে আড়পাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে ৪৫ পুরিয়া গাঁজাসহ তাজু শেখ (৪৫) নামে এক যুবককে আটক করেন। তাজু শেখহাটি জামরুলতলা এলাকার মৃত মোহাম্মদ আলী শেখের ছেলে।