Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

৪৯ বিজিবির ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এখন সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি , ২০২৫, ০৪:৪৯:২১ পিএম

 

প্রেসবিজ্ঞপ্তি: দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। সোমবার পতাকা উত্তোলনের মাধ্যমে পিলখানা, ঢাকায় দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর এবং ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর হতে সকল স্তরের সদস্যগণ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে। আভিযানিক কর্মকান্ড, চোরাচালান প্রতিরোধ এবং মাদক পাচার বিরোধী অভিযানে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত রিজিয়ন সদর দপ্তর, যশোর এবং যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) উল্লেখযোগ্য সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ-পশ্চিম রিজিয়ন এবং ৪৯ বিজিবি রিজিয়নের অধীনস্থ ইউনিট গত ১ বছরে ৭৯.২২৬৩৪৭ কেজি স্বর্ণ, ১৭৪.৫০৩ কেজি রৌপ্য, ১০৩.৬৪৩ কেজি কোকেন, ২৭.২৬৩ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১৫৬ বোতল এলএসডি, ৬২.৬২৮৭৫ কেজি হেরোইন, ২.১৫ কেজি সাপের বিষ, ৪২ টি অস্ত্র এবং ৪.৭৫ কেজি কষ্টি পাথরসহ অন্যান্য বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য পাঁচশ ঊনত্রিশ কোটি দুই লাখ বায়ান্ন হাজার চারশত আট টাকা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ূন কবীর, পিএসসি, রিজিয়ন কমান্ডার, দক্ষিণ পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, যশোর। এছাড়াও স্থানীয় জেলা প্রশাসক, যুগ্ম পরিচালক এনএসআই, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ ঊর্ধ্বতন সরকারী-বেসরকারী কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং রিজিয়ন সদর দপ্তর, যশোর ও যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর সকল কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদবীর সদস্য ও অসামরিক কর্মচারী উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)