Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় বিএনপি নেতা জিকো হত্যায় গ্রেফতার ২

এখন সময়: বুধবার, ১১ ডিসেম্বর , ২০২৪, ১০:২৮:১৭ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলায় বিএনপি নেতা জিকো হত্যায় থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। এছাড়া বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্য ঘটনায় ওয়ারেন্টভ‚ক্ত ২জনকে গ্রেফতার করে। শনিবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিএনপি নেতা জিকো হত্যায় পায়গ্রাম কসবার আবু বকর গাজীর পুত্র ইব্রাহীম গাজী (৬০) ও দামোদর ৭ নম্বর ওয়ার্ডের শাহাদাৎ হোসেনের পুত্র রেজোয়ান শেখকে (৩২) গ্রেফতার করা হয়। এ ছাড়া পুলিশ সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গাড়াখোলা গ্রামের আনোয়ার শেখের পুত্র সাকিব শেখ (২৬) ও একই গ্রামের হায়দার লস্করের স্ত্রী মমতাজ বেগম (৫৫) কে গ্রেফতার করে। এসআই শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ৪ জন আসামিকে শুক্রবার রাতে ফুলতলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। উল্লেখ্য : ২০২২ সালে বিএনপির খুলনা বিভাগীয় সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে জিকোর উপর হামলা হয়। পরবর্তীতে তার মৃত্যু হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)