Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় প্রকাশ্যে সাংবাদিক তাপসের জমির ফলদ ও বৃক্ষ নিধন

এখন সময়: বুধবার, ১১ ডিসেম্বর , ২০২৪, ০৯:৩৩:৫৯ পিএম

 

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: বৃহস্পতিবার দিনে দুপুরে প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ^াসের আলকাগ্রামের জমি থেকে লক্ষাধিক টাকা মূল্যের ফলদ ও বনজ গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। ফুলতলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের জমি থেকে দামোদর কলোনী পাড়ার জনৈক বীমা কর্মকর্তা জয়নুল আবেদীন জুলুর ‘স্ত্রী’ সীমা খাতুনের নির্দেশে কয়েকজন শ্রমিক প্রথমে ওই গাছ গুলো কেটে রাখে। পরে গাছগুলো নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী দেখতে পেয়ে তাপস বিশ^াসকে জানান। তাৎক্ষণিকভাবে তিনি পুলিশকে অবহিত করলে থানার এসআই দীপক কুমারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

প্রসঙ্গত. ইতোপূর্বে জয়নুল আবেদীন জুলুর নেতৃত্বে পাশর্^বর্তী হোমিও চিকিৎসক জয়দেব সরকারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করা হয়। তবে তাদের হুমকিতে জয়দেব মামলা করার সাহস পায়নি। এ ছাড়া সীমা খাতুন সরকারি ড্রেনের উপর অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করে রেখেছে। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)