Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কমপ্লিট শাটডাউনে যশোর হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবা বন্ধ ছিল

এখন সময়: শুক্রবার, ২০ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:৫৯:০৭ পিএম

 

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণার পর রোববার যশোর জেনারেল হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবা বন্ধ ছিল। এদিন দুপুর ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কোনো চিকিৎসক চেম্বারে আসেননি। ফলে রোগীরা চিকিৎসা পাননি।

সরেজমিনে দেখা গেছে, এদিন বিকেলে চিকিৎসকদের চেম্বার ফাঁকা ছিল। রোস্টার অনুযায়ী দায়িত্ব পালনকারী কোনো চিকিৎসকের হাসপাতালে দেখা মেলেনি।

গোলাম রসুল নামে এক  রোগী জানান, হাসপাতালে বৈকালিক চিকিৎসা বন্ধ রয়েছে সেটি জানতেন না। হাসপাতালে আসার পর বিষয়টি জানতে পারেন। হঠাৎ করে চিকিৎসা সেবা বন্ধ ঘোষণার কারণে তার মতো অনেক  রোগী হয়রানির শিকার হয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, সকালে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চালু ছিল। কিন্তু সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণার পর চিকিৎসকরা বৈকালিক চিকিৎসা সেবা বন্ধ রাখেন।

 শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে সড়ক দুর্ঘটনায় আহত রোগীর চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে চিকিৎসকদের মারধর করা হয়। এই ঘটনার প্রতিবাদে সারা দেশে চিকিৎসকদের কম্পিলিট শাটডাউন ঘোষণা করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)