Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কৃতি হকি খেলোয়াড় তন্ময়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

এখন সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল , ২০২৫, ০৮:৪১:২২ এম

ক্রীড়া প্রতিবেদক : যশোরের সাবেক কৃতি হকি খেলোয়াড় শরীফ মাহমুদ পারভেজ (তন্ময়) জটিল রোগে আক্রান্ত। তার হিপ জয়েন্ট ২ টি ক্ষয় হয়ে গেছে। অপারেশন ছাড়া রোগ নিরাময় সম্ভব নয়। অপারেশন করতে প্রায় ৮ লাখ টাকার প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। চিকিৎসক জানান যত দ্রæত সম্ভব অপারেশন করাতে হবে। এমতাবস্থায় তিনি দেশের দানশীল ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। যশোর জিলা স্কুলে অধ্যায়নরত অবস্থায় স্কুল হকি খেলেছেন তিনি। পরবর্তীতে তিনি যশোর জেলা দলের হয়ে দীর্ঘদিন খেলেন। পাশাপাশি ঢাকায় স্বনামধন্য হকি ক্লাবে দ্বিতীয়, প্রথম ও প্রিমিয়ার ডিভিশন হকি লিগ খেলেছেন সুনামের সাথে। সাহায্য পাঠানোর ঠিকানা: শরীফ মাহমুদ পারভেজ (তন্ময়), হিসাব নম্বর-২৩২৮৩০১০১৩৬৩৪ সোনালী ব্যাংক, রেলগেট শাখা। ০১৭১৭৪৫৫৬৫৭ (বিকাশ)।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)