বিশ্ব কুষ্ঠ দিবসে যশোরে র‌্যালি ও আলোচনা

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ১০:০২:১০ পিএম

নিজস্ব প্রতিবেদক: ‘এখনই কাজ করি, কুষ্ঠ রোগ নির্মূল করি’ প্রতিপাদ্যে যশোরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে। সিভিল সার্জন অফিস রোববার এই অনুষ্ঠানের আয়োজন করে। সকালে নিজ কার্যালয়ের সামনে প্রথমে র‌্যালির আয়োজন করা হয়। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সেখানে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, বেসরকারি সংস্থা বাঁচতে শেখার মনিটরিং অফিসার মুকুট প্রান্সিস হালদার উপস্থিত ছিলেন। আলোচনা সভায় রোগ মুক্তির বিষয়ে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের ইত্তা গ্রামের সালেহা বেগম। তিনি বলেন বিগত দিনে তার পরিবারে ৫ সদস্য কুষ্ঠ রোগে আক্রান্ত হন। এরপর নানা জনে কটুক্তিমূলক কথা বলতেন। ফলে লোক লজ্জায় তারা বাড়ির বাইরে বের হতেন না। আল্লাহর রহমতে এখন ৫ জন সুস্থ হয়েছেন। অন্য বক্তারা বলেন, ২০২২ সালে যশোর জেলায় ৫১  কুষ্ঠ রোগী সুস্থ হয়েছেন। বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন আছেন।

এদিকে, কুষ্ঠ দিবস পালনের অনুষ্ঠানে মেডিকেল বিটের অধিকাংশ সাংবাদিককে আমন্ত্রণ না জানানোর কারণে তারা ক্ষোভ প্রকাশ করেন।