মাগুয়ায় বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে মতবিনিময়

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৪:০৮:২৫ এম

মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহ মসলেম খান হাফেজিয়া মাদরাসায় বৃহস্পতিবার দুপুরে ‘বাল্য বিবাহ, নারী নির্যাতন, নারী ও শিশু পাচার এবং আত্মহত্যা প্রবণতা রোধে পারিবারিক ভূমিকা’-শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরার আবদুল হক মেমোরিয়াল ফাউন্ডেশন, মাগুরা জেলা দলিত সমাজকল্যাণ ফাউন্ডেশন ও কস্তরী সমাজ কল্যাণ  ফাউন্ডেশন যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় আবদুল হক মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি কাজী তাসুকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তরের উপপরিচালক আবদুল আওয়াল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, মাগুরা জেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির সদস্য জেলা কাজী সমিতির সভাপতি ও আদর্শ কলেজের সহকারী অধ্যাপক ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক সিদ্দিকুর রহমান, সেন্ট্রাল হেলথ কেয়ার এন্ড আই কেয়ারের পরিচালক জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, সাংবাদিক ও নাট্যা ভিনেতা শামীম শরীফ প্রমুখ।

সভায় বক্তারা বাল্য বিবাহ, নারী নির্যাতন, মাদক, নারী ও শিশু পাচারের কারণ ও প্রতিরোধে নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন।