উদীচী যশোরের পিঠা উৎসব

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৫:২৬:৪৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ শুক্রবার নিজস্ব প্রাঙ্গণে পিঠা উৎসবের আয়োজন করে । এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল পিঠার গান, বাউল গান, পুঁথিপাঠ, লোকনৃত্য, লোক গান ও সংক্ষিপ্ত আলোচনা।    

এ সময় উপস্থিত ছিলেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও উদীচীর উপদেষ্টা একরাম-উদ-দ্দৌলা, উদীচীর উপদেষ্টা আমিরুল ইসলাম রন্টু, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম, ইকবাল কবীর জাহিদ, সাইফুজ্জামান মজু, অ্যাডভোকেট শাহিনুর রহমান শাহিন, হাবিবা শেফা, উদীচীর সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সহসভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, আব্দুল আফফান ভিক্টর, রজিবুল ইসলাম টিলন, শেখর নাথ, পিঠা উৎসবের আহ্বায়ক শুভঙ্কর গুপ্ত, সদস্য সচিব আলমগীর কবীরসহ উদীচীর কর্মী ও শিল্পীরা। সম্মাননা ক্রেস্ট অর্জন করেন সফল নারী উদ্যোক্তা পিঠা কারিগর জহুরুন নেসা। ভাপা, পুলি, চিতই, পাটিসাপটা, খেজুর পিঠা, বিবিখান পিঠা, পাতা পিঠা, ঝাল পিঠাসহ মোট দশ রকম পিঠা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উদীচীর সদস্য লুবনা আফরোজ পাপ্পু।