বিতর্কিত পাঠ্যক্রম বাতিলের দাবিতে বাগেরহাটে মানববন্ধন

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৬:০০:১৩ পিএম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জাতীয় শিক্ষাক্রম-২০২৩ এর পাঠ্যপুস্তকে থাকা বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রনয়নে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে বক্তব্য দেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বাগেরহাট সদর উপজেলার সভাপতি মুফতি তরিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি বিএম মাহবুবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক লাবিব হাসান, প্রশিক্ষণ সম্পাদক মহিবুল্লাহ ছাত্র নেতা এইচ এম হোসাইন আহমাদ, মুহাম্মদ উল্লাহ প্রমুখ।

একই দাবিতে মোংলা, শরণখোলাসহ বিভিন্ন উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।