বিপিএলের মাঝেই ক্রীড়ামন্ত্রী খুলনার ওয়াহাব রিয়াজ !

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০৫:৪৯:২১ এম

ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তানের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ এই মুহূর্তে আছেন সিলেটে। খুলনা টাইগার্সের হয়ে খেলছেন বিপিএল। বাংলাদেশে থেকেই বড় দায়িত্ব পাবার খবর শুনলেন তিনি। পাকিস্তানের পাঞ্জাব সরকারের (তত্বাবধায়ক) মন্ত্রীসভায় আছেন তিনি। পাকিস্তানের সবচেয়ে বড় রাজ্যের ক্রীড়া মন্ত্রী হচ্ছেন পাঞ্জাব তত্ত্ববধায়ক সরকারের ক্রীড়া মন্ত্রী হবার খবর পাকিস্তান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওয়াহাব রিয়াজই। খুলনা টাইগার্সে ওয়াহাব রিয়াজের সঙ্গে একই দলে খেলতে থাকা উইকেটরক্ষক ব্যাটার আজম খান টুইটারে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর সঙ্গে চিল করছি। ব্যস্ত মানুষ।’ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে নতুন এক পরিচয় যুক্ত হয় ক্রিকেটার ওয়াহাব রিয়াজের সাথে; তিনি এখন পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী।  প্রতিক্রিয়ায় ওয়াহাব রিয়াজ জানিয়েছেন, এক্ষেত্রে মাশরাফী তার প্রেরণা। মন্ত্রীত্বের পাশাপাশি চালিয়ে যেতে চান ক্রিকেটও। মুখ্যমন্ত্রী মহসিন নকভি ১১ জনের যে তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন, তার একজন এই বাঁহাতি পেসার। তাকে মনে করিয়ে দেয়া হলো, মাশরাফী বিন মোর্ত্তজা কিন্তু এমপি হয়েও দাপট দেখাচ্ছেন মাঠে। ওয়াহাব রিয়াজ বললেন, আমিও ক্রিকেট খেলবো। মাশরাফীর মতো। হয়তো বিপিএলের মাঝপথেই দায়িত্ব নিতে যাবেন তিনি। কেমন লাগছে মন্ত্রী ওয়াহাবের; এমন প্রশ্নের জবাবে বাঁহাতি এই পেসার বলেন, আল্লাহ সব পরিকল্পনা করেন। তিনি সব ঠিক করেন। এটা আমার জন্য সম্মানের। একই সাথে দেশের সেবা করার সুযোগ পেয়েছি। আমি বিশ্বাস করি, সবার চাওয়াই এরকম হওয়া উচিত। ৩৭ বছর বয়সী ওয়াহাবের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের কোন তরুণকে তার মনে ধরেছে। ওয়াহাব রিয়াজ বলেন, নাহদি রানা আমাদের দলে আছে। তরুণ পেসার। নিশ্চিতভাবেই ও বাংলাদেশের জন্য সম্পদ হবে। বিপিএলে চলতি আসরে দুর্দান্ত ফর্মে আছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ১২ উইকেট নিয়ে এখনো পর্যন্ত আসরের সেরা বোলার তিনি। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট শিকার করেছেন ওয়াহাব। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চলতি বিপিএলে বিশ্বের ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টি সংস্করণে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন ওয়াহাব।