আশাশুনিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রম শুরু

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৫:১৫:৪১ এম

বিএম আলাউদ্দীন, আশাশুনি : আশাশুনি উপজেলার বুধহাটা ব্লকে বোরো ধানের সমলয়ে চাষাবাদ এর ৫০ একর প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রম বুধবার সকালে উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদ এর ৫০ একর প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার উপ পরিচালক ড. মো. জামাল উদ্দীন। উপ সহকারী কৃষি কর্মকর্তা দিপক মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুন্দরবন টেকনিক্যাল এ- বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সঞ্জয় দাশ, এসএপিপিও আঃ গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, চাষি মহাদেব ঘোষ।

প্রদর্শনীতে ৩২ জন চাষী ৫০ একর জমিতে বোরো ধানের সমলয়ে চাষাবাদ করছেন। প্রধান অতিথি ড. মোঃ জামাল উদ্দীন তার বক্তব্যে বলেন, বর্তমানে চাষাবাদ প্রায় শতভাগ যন্ত্র নির্ভর হয়েছে। রোপন কাজ যান্ত্রিকীকরণের লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। ধান কর্তনও যন্ত্রের মাধ্যমে করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগে কৃষকরা লাঙ্গল দিয়ে চাষ করতেন। পাওয়ার ট্রেলারের মাধ্যমে চাষ করানো শুরু করলে কৃষকদের আগ্রহ দেখা যায়নি। আস্তে আস্তে কৃষকরা সম্পূর্ণভাবে যন্ত্রের সাহায্যে চাষাবাদ করছেন। রাইস ট্রান্স প্লান্টারের রোপন কাজ কৃষকদের অজানা, আশা করি অদূর ভবিষ্যতে রোপন কাজও যান্ত্রিকরণ সম্ভব হবে। এর মাধ্যমে রোপন করা হলে ঘন্টায় ৩ বিঘা জমি রোপন করা যাবে। খরচ লাগবে ৫ থেকে ৮ শ টাকা। অথচ শ্রমিকের মাধ্যমে একাজ করা হলে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা খরচ হয়ে থাকে।