যশোর বোর্ডে একাদশে দ্বিতীয় ধাপে ভর্তির সুযোগ পেলো ১ লাখ ৩৪ হাজার ৯৫০ শিক্ষার্থী

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ১২:০০:২৫ এম

 

মিরাজুল কবীর টিটো: ২০২২-২৩ শিক্ষাবর্ষে দ্বিতীয় ভর্তির আবেদনে যশোর শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পেয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৫০ শিক্ষার্থী। যারা প্রথম আবেদনে ভর্তির নির্ধারিত সময়ে কোনো কলেজে আবেদন করেনি ও প্রথম আবেদন করেও পছন্দের কলেজে ভর্তির সুযোগ না পেয়ে সময় মতো নিশ্চয়ন করে এসব আবেদনকারীর মধ্যে থেকে ভর্তির সুযোগ পেলো এ শিক্ষার্থীরা।

বোর্ড সূত্র জানায়, ২০২২-২৩ সালের শিক্ষাবর্ষে একাদশ শ্রেনিতে ভর্তির আবেদনের কার্যক্রম ৮ ডিসেম্বর থেকে  শুরু  হয়ে চলে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আবেদন যাচাইবাছাই ও আপত্তি নিষ্পত্তি হয় ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। ২৪ ডিসেম্বর এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশের পর  শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় ২৬ ডিসেম্বর। ওই সময়ের মধ্যে যশোর বোর্ডের ২ লাখ ১৫ হাজার ৯৯১টি আসনের বিপরীতে ১ লাখ ৪৬ হাজার ৫৩১ জন আবেদন করে। ৩১ ডিসেম্বর প্রথম ভর্তির আবেদনে ফলাফলে  ভর্তির সুযোগ পায় ১ লাখ ৩১ হাজার ৮৮৩ জন। প্রথম ভর্তির আবেদনের সুযোগ পাওয়া যে সব শিক্ষার্থী নিশ্চয়ন করেনি তাদের আবেদন বাতিল হয়ে যায়। প্রথম ভর্তির আবেদন বাতিল হয়ে যাওয়া শিক্ষার্থীরা ৯ ও ১০ জানুয়ারি ফিস দিয়ে ভর্তির দ্বিতীয়  আবেদন করে। তাদের মধ্যে থেকে ভর্তির সুযোগ পেয়েছে ১ লাখ ৩৪ হাজার ৯৫০ শিক্ষার্থী। ১২ জানুয়ারি দ্বিতীয় ধাপে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা নিশ্চয়ন করবে না তাদের তৃতীয় ভর্তির আবেদনে সময় ছিল ১৩ জানুয়ারি শুক্রবার ও ১৪ জানুয়ারি শনিবার ৮ পর্যন্ত। ফলাফল প্রকাশ হবে আগামী ১৬ জানুয়ারি সোমবার। এ ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের ১৯ ও ২০ জানুয়ারি নিশ্চয়ন করতে হবে।  তৃতীয় আবেদনের ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিশ্চয়ন না করলে তৃতীয় পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হবে। এরপর কোনো শিক্ষার্থী আর ভর্তির আবেদন করতে পারবে না। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভর্তির আবেদনে সুযোগ পাওয়া যেসব শিক্ষার্থী নিশ্চয়ন করেছে তারাই শুধু পছন্দের কলেজে ভর্তি হতে পারবে। ২২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে ভর্তির কার্যক্রম।