শিক্ষার মানোন্নœয়নে মতবিনিময়সভা

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ১১:৪৫:০১ এম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় শিক্ষার মানোন্নয়নে করণীয় নিয়ে একটি মত বিনিময় সভা হয়েছে। এতে জনপ্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যরা অংশ নেন। বুধবার সকালে উপজেলার রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুল মাঠে এই সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দীকির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দীন আকন শান্ত।

বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, অফিসার ইনচার্জ ইকরাম হোসেন, বিআরডিবির চেয়ারম্যান এম সাইফুল ইসলাম খোকন, তাফালবাড়ি কলেজের অধ্যক্ষ মানিক চাঁদ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খান ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন রায়েন্দা পাইলট হাই স্কুলের ক্রীড়া শিক্ষক বদিউজ্জামান বাদল।