টাকা আত্মসাতের অভিযোগে মিনিস্টার শোরুম ম্যানেজারের বিরুদ্ধে মামলা

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ০৩:৩০:৪১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে মিনিস্টার হাইটেকপার্ক লিমিটেডের সাড়ে ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শোরুম ম্যানেজার জয়ন্ত ভট্টাচার্য্যরে বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই কোম্পানির সদর এডিশনাল এরিয়া ম্যানেজার সেলিম আখতার শুক্রবার কোতয়ালি থানায় এই মামলা করেছেন। 

আসামি জয়ন্ত ভট্টাচার্য্য যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের মুক্তেশ্বরী স্কুলের পাশে জয়দেব ভট্টাচার্য্যরে ছেলে।

সেলিম আখতার মামলার এজাহারে উল্লেখ করেছেন, তিনি মিনিস্টার হাইটেকপার্ক লিমিটেড সদর উপজেলার এডিশনাল এরিয়া ম্যানেজার পদে ২০২১ সালের ১ জুন থেকে চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত চাকরি করেন। আসামি জয়ন্ত ভট্টাচার্য ওই কোম্পানির পালবাড়ি শো-রুমের ম্যানেজার পদে চাকরি করেন। বিভিন্ন সময় বিভিন্ন লোকের নামে বেনামে ভুয়া ডিলারশীপ তৈরী করে টাকা আত্মসাৎ করে বলে কোম্পানির অন্যান্যরা জানতে পারে। বিভিন্ন ডিলারদের কাছ থেকে টাকা এনে কোম্পানিতে জমা দেননি। যে কারণে তাকে বারবার সতর্ক করা হয়েছে। এক পর্যায় কোম্পানি হিসাব করে দেখেন এই পর্যন্ত ৩২ লাখ ৫৭ হাজার ৪৯ টাকা আত্মসাৎ করেছেন জয়ন্ত ভট্টাচার্য । গত ১ ডিসেম্বর বিকেল ৩টার দিকে জয়ন্তকে শো-রুমে ডেকে আত্মসাৎকৃত টাকা ফেরৎ দেয়ার কথা বলা হয়। কিন্তু টাকা ফেরৎ দিবেনা বলে জানান। ফলে এই ঘটনায় থানায় মামলা হয়েছে।