অভয়নগরে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০২:০৩:৪২ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নৌ-সেক্টরে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদানসহ ১০ দফা দাবিতে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে নওয়াপাড়া নদী বন্দর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া নৌযান ফেডারেশনের আঞ্চলিক শাখা অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে নওয়াপাড়া বাজারের যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ লন্স লেবার এসোসিয়েশনের খুলনা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মাস্টার, বাংলামেশ নৌযান ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটির উপদেষ্টা  আশুতোশ বিশ্বাস, নারায়নগঞ্জ শাখার সহ সভাপতি বিল্লাল হোসেন মাস্টার, খুলনা বিভাগীয় কমিটির উপদেষ্টা রেজাউল করিম, খুলনা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম মাস্টার। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রমীক নেতা কাইয়ুম মাস্টার, মিজান মাস্টার, সুজন ড্রাইভার, আবু সালেহ ড্রাইভার প্রমুখ। এসময় অনতিবিলম্বে ১০ দফা দাবি মেনে নিতে সরকার ও মালিক পক্ষকে আহবান জানান বক্তারা।

উল্লেখ্য শনিবার রাত থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন।