প্রধানমন্ত্রীর কাছে অভয়নগরবাসীর তিন দাবি

এখন সময়: বুধবার, ২৪ এপ্রিল , ২০২৪, ০৯:১১:৪৭ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৩টি দাবি জানিয়েছে অভয়নগরবাসী। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে জানানো হয়েছে। দাবি ৩টির মধ্যে রয়েছে, ভবদহের জলাবদ্ধতা নিরসনে টিআরএম বাস্তবায়ন। যশোর-খুলনা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ। নওয়াপাড়া পৌর এলাকায় একটি আধুনিক সুবিধা সম্বলিত ‘শেখ রাসেল শিশু পার্ক’ নির্মাণ।  

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ও দাবিগুলো উল্লেখ করে বুধবার বিকেলে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল এবং সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি দেন।

অভয়নগরে ভৈরব নদের ওপর সেতু নির্মাণ করায় এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও আর্থিক-সামজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হওয়ায় স্মারকলিপিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে। এছাড়াও উন্নয়নের মহাসড়কে যশোরকে সংযুক্ত করতে প্রস্তাবিত ইপিজেড নির্মাণে অভয়নগরকে বেছে নেয়ায় অভয়নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।