সাতক্ষীরা ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনে সম্পাদক তানজির ও কোষাধ্যক্ষ ইন্দ্রিস নির্বাচিত

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৪:২২:৫৬ এম

শাকিলা ইসলাম জুঁই, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মীর তানজির আহমেদ ও কোষাধ্যক্ষ পদে ইন্দ্রিস আলী বাবু নির্বাচিত হয়েছেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান ও কোষাধ্যক্ষ আল-আমিন কোবির চৌধুরী মৃত্যু বরণ করলে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ এই দুটি পদে শুধু মাত্র নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৩৩ ভোটের মধ্যে ১৩২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ব্যালটে মীর তানজির আহমেদের নামের পাশে টিক চিহ্ন’র স্থলে  ভুল করে ক্রস চিহ্ন দেয়ার কারণে নির্বাচন কমিশন ওই চারটি ব্যালট বাজেয়াপ্ত ঘোষণা করেন। ১২৮ ভোটের মধ্যে মীর তানজির আহমেদ ৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শেখ নাসেরুল হক পেয়েছেন ৫৭ ভোট। এছাড়া কোষাধ্যক্ষ পদে ইন্দ্রিস আলী বাবু ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শাহ আলম সানু পেয়েছেন ৫৩ ভোট। একই প্যানেল থেকে মীর তানজির আহমেদ ও ইন্দ্রিস আলী বাবু নির্বাচিত হয়েছেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরা অফিসার্স ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা রশিদ। সম্প্রতি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান ও কোষাধ্যক্ষ আল-আমিন কোবির চৌধুরী মৃত্যু বরণ করলে দীর্ঘ দিন এই দু’টি পদ শূন্য হয়ে পড়ে। আর এ দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।