শিক্ষার মানোন্নয়নে কর্মশালা

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৪:১৪:২৮ এম

মিলন দে, কেশবপুর (যশোর) : কেশবপুরে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।  আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ’র (ভাব বাংলাদেশ) উদ্যোগে রোটারি গ্লোবাল গ্রান্ট প্রজেক্টের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালা শেষে জনসেবায় বিশেষ অবদান রাখায় উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, শিক্ষাখাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ, অ্যাকাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম ও সাংবাদিকতায় কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আরিফুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও অ্যাকাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, সহকারী শিক্ষক খোরশেদ আলম, শিক্ষার্থী মাইশা আনজুম প্রমুখ। কেশবপুরের ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে রোটারি গ্লোবাল গ্রান্ট প্রজেক্টের আওতায় ভাব বাংলাদেশ শিক্ষক কর্মশালা, ক¤িপউটার ও ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ, শিক্ষার্থীদের ক্লাব প্রোগ্রাম, বিদ্যালয় উন্নয়ন কর্মশালা ও অভিভাবক সমাবেশ করার মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন করবে।