পাইকগাছায় স্কুল শিক্ষককে মারপিটের অভিযোগ

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৮:১৩:১৯ পিএম

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুল শিক্ষককে মারপিট করার ঘটনা ঘটেছে। আহত স্কুল শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগে জানাগেছে, উপজেলার ৪২ নম্বর কেডি শাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম গাজী (৪৪) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বাতিখালী এলাকায় পরিবার পরিজন নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছে। রোববার রাত ১০টার দিকে ছেলে-মেয়েদের লেখাপড়ার সমস্যা সংক্রান্ত ছোট খাটো বিষয় নিয়ে প্রতিবেশী আব্দুল্লাহ আল মামুন স্কুল শিক্ষক রফিকুল ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। স্কুল শিক্ষক নিজ বাসা থেকে এর প্রতিবাদ করলে প্রতিবেশী আব্দুল্লাহ আল মামুন ও সেলিম শাহারিয়া স্কুল শিক্ষক রফিকুল’কে বাসার গেট খুলে দিতে বলে। রফিকুলের স্ত্রী তাসলিমা আক্তার পিয়া গেট খুলে দিলে ভিতরে ঢুকে মামুন ও শাহরিয়া স্কুল শিক্ষক রফিকুলকে বেদম মারপিট করতে থাকে। এ সময় প্রতিবেশী ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দীন ছুটে এসে তাদেরকে ঠেকানোর চেষ্টা করে। পরে গুরুতর আহত স্কুল শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা জানান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি। ইউএনও মমতাজ বেগম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

ওসি জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে এবং থানা পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।