বীর মুক্তিযোদ্ধা রফিউদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এখন সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ০৯:০৩:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর  : ঝিনাইদহের মহেশপুরের সাবেক শিক্ষা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা রফিউদ্দীন (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। শনিবার বিকেলে ঢাকা সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি  স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বিকেলে মহেশপুর উপজেলা পরিষদ চত্ত্বরে গার্ড অব অনার ও জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান চৌধুরী, ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ^াস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা বণিক কল্যাণ সমিতির সভাপতি ফসিয়ার রহমান, সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আফাজ উদ্দীদ পরাগ, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, আব্দুর রহমান, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মহেশপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন লিটন, সাধারণ সম্পাদক অসীম মোদক, নির্বাহী সদস্য আশরাফুল আলম, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, সাংবাদিক শামীম খান প্রমুখ।