নবান্ন উৎসবে হরেক রকমের পিঠার আয়োজন

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০১:০৮:৪৩ পিএম

ফরহাদ খান, নড়াইল: হরেক রকম পিঠাপুলি তৈরির মধ্য দিয়ে নড়াইলে ‘নবান্ন উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ধোপাখোলায় এ উৎসবের আয়োজন করা হয়।

দৃষ্টিনন্দন নকশা আর ভিন্ন স্বাদের ২০ রকমের পিঠাপুলির মধ্যে ছিল, দুধপায়েস, চিতই, রসপিঠা, পুলি, ভাপা, দুধপুলি, ধুপি, গুড়পায়েস, রসপাকান, ফুলপাকান, ভাজাপিঠা, নাড়–, পাটিসাপটা, সেমাইপিঠা। অনুষ্ঠানে অতিথিসহ উপস্থিত সবাইকে এসব পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।

আয়োজকরা জানান, বিশ^ায়নের এ যুগে গ্রামগঞ্জেও পৌঁছে গেছে ফেসবুক ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার পিঠাপুলির ঐহিত্য তুলে ধরতে এ নবান্ন উৎসবের আয়োজন। আগামীতেও এ আয়োজন অব্যাহত থাকবে। ‘নন্দন কানন শিশু-কিশোর বিকাশ ও সংস্কৃতি চর্চা কেন্দ্র’ এ পিঠাপুলির আয়োজন করে।

এ সংগঠনের সভাপতি সুভাস বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ডাক্তার মায়া রানী বিশ^াস, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ডু, দৈনিক ওশান পত্রিকার সম্পাদক আলমগীর সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, উদীচী শিল্পীগোষ্ঠী নড়াইলের সহসভাপতি দ্রুব দাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রশান্ত সরকারসহ অনেকে।

অনুষ্ঠানে ‘আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে’ গানসহ লোকনৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এছাড়া খুলনা বেতারের শিল্পী গুরুপদ গুপ্ত লোকসংগীত পরিবেশন করেন।