যশোরে আবৃত্তি, কবিতা পাঠ ও ভ্রমণপদ্য’ কথা শীর্ষক অনুষ্ঠান

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ১১:৫১:২৫ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর সাহিত্য পরিষদের উদ্যোগে আবৃত্তি, কবিতা পাঠ এবং ভ্রমণপদ্য কথা শীর্ষক অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোর মিলনায়তনে এই অনুষ্ঠানে অতিথি শিল্পী হিসেবে আবৃত্তি করেন জেলা শিশু একাডেমির শিশু বিষয়ক কর্মকর্তা বিশিষ্ট আবৃত্তি শিল্পী সাধন কুমার দাস ও শাহেদ নওয়াজ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. অবুল কালাম আজাদ লিটু।  এছাড়া বিশিষ্ট কবি শিল্পীরা নিজের কবিতা আবৃত্তি  ও পাঠে অংশনেন। জেলা পরিষদ সংলগ্ন সাহিত্য পরিষদের কার্যালয়  ভেঙে দেয়ার পর থেকে অনুষ্ঠান আয়োজনে অনিয়ম হয়ে পড়লেও প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করছে। জেলার বিভিন্ন এলাকায়  ছড়িয়ে ছিটিয়ে থাকা কবিদের নিয়ে সাহিত্য চর্চার পাশাপশি এই আয়োজন সকলের দৃষ্টি কাড়ছে।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও কবি মাহমুদ হাফিজ এবং হেরিটেজ টুরিস্ট ভ্রমণ লেখক এলিজা বিনতে এলাহী। অন্যান্যের মধ্যে  কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক সালাউদ্দীন, কবি আব্দুর রব, নান্নু মাহাবুব, বেনজিন খান, কাজী মাজেদ নওয়াজ, মহিউদ্দীন মোহম্মদ, উত্তম চক্রবর্তী, সাদি তাইফ, মারুফুল আলম, অর্ক দাস প্রমুখ।