চৌগাছার সহোদর আইয়ুব ও ইউনুচ হত্যায় ৪ জনকে অভিযুক্ত

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ০৩:২৭:৩২ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছার টেঙ্গুরপুর গ্রামে সহোদর আইয়ুব ও ইউনুচ হত্যা মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আলাম চৌধুরী। অভিযুক্ত আসমিরা হলো, টেঙ্গুরপুর গ্রামের মৃত আবজেল খানের ৩ ছেলে বিপ্লব খান ওরফে বিপুল, মুকুল খান ও বিল্লাল খান এবং বিল্লাল খানের স্ত্রী রূপালী বেগম। চার্জশিটে অভিযুক্ত সকলকে আটক দেখানো হয়েছে।

মামলার অভিযোগে জানা গেছে, টেঙ্গুরপুর গ্রামের আইয়ুব আলী খান ও তার ভাই ইউনুস আলী খানের বাড়িতে দিনমজুরের কাজ করতো আসমিরা। গত ৭ এপ্রিল রাতে টেঙ্গুরপুরের মেসার্স সরদার ব্রিকসের বিপরীতের জনৈক মুকুলের চায়ের দোকানের সামনে আসামিদের সাথে কাজ করা নিয়ে কথা কাটাকাটি হয় আইয়ুব ও ইউনুসের সাথে।  এক পর্যায়ে আসামিরা কুড়াল ও বটি দিয়ে আইয়ুব ও ইউনুসকে কুপিয়ে জখম করে। এ সংবাদ পেয়ে আইয়ুবের ছেলে আশাদুল ঘটনাস্থলে আসলে তাকেও কুপিয়ে জখম করে আসামিরা। ঘটনাস্থলে আইয়ুব ও ইউনুস নিহত হয়। এ ঘটনায় নিহত আইযুব আলী খানের মেয়ে সোনিয়া খাতুন বাদী হয়ে ৪ জনকে আসামি করে চৌগাছা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) ইয়াসিন আলম চৌধুরী এজাহারভুক্ত আসামি বিপ্লব ও মুকুলকে আটক করেন। এছাড়া পরবর্তীতে র‌্যাব সদস্যরা আসামি বিল্লাল ও তার স্ত্রী রুপালী বেগমকে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে আটক করেন। আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদাতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।