টাকা নিয়ে জিডি করা পুলিশ আমি থানায় দেখতে চাই না : নড়াইল এসপি

এখন সময়: শুক্রবার, ২৬ এপ্রিল , ২০২৪, ০১:০৪:২২ এম

মাহফুজুল ইসলাম মন্নু, লোহাগড়া : ‘যে পুলিশ সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে জিডি করবে তাকে আমি থানায় দেখতে চাই না’। নড়াইলের লোহাগড়া থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে নড়াইলের পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন এসব কথা বলেন।

বৃহস্পতিবার বিকালে লোহাগড়া থানার হল রুমে থানার নবাগত ওসি নাসির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা ক্রাইম জোনের সার্কেল কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. দোলন মিয়া।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক বিপ্লব রহমান, মাহফুজুল ইসলাম মন্নু, রেজাউল করিম, সরদার রইচউদ্দিন টিপু, কাজী আশরাফ, সৈয়দ খায়রুল আলম , ওবায়দুর রহমান ও আজিজুর বিশ্বাস প্রমুখ।

প্রধান আতিথি পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন লোহাগড়ার সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।