শর্তপূরণ করায় মাদক মামলায় অব্যাহতি, ফুল ও পতাকা উপহার

এখন সময়: শনিবার, ২০ এপ্রিল , ২০২৪, ১২:৫৫:০৪ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোরে মাদক মামলায় প্রবেশনে মুক্তিপ্রাপ্ত আলমগীর হোসেনকে অব্যাহতি দিয়েছে আদালত। সোমবার এ মামলা থেকে তাকে অব্যাহতির এ আদেশ দিয়েছেন যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস। প্রবেশনে মুক্তির শর্ত যথাযথ ভাবে পূরণ করায় তাকে আদালতের প্রসিকিউশন পক্ষ থেকে ফুল ও জাতীয় পতাকা উপহার দিয়ে বিদায় জানানো হয়েছে। আলমগীর হোসেন শার্শার রাড়িপুকুর গ্রামের মৃত রজব আলী গাজীর ছেলে।

আদালত সূত্র গেছে, আলমগীর ২০০৮ সালে ১৯ জুন রাতে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া থেকে ৯ বোতল ফেনসিডিলসহ আটক হয় আলমগীর হোসেন। আদালত থেকে জামিন নিয়ে আলমগীর হোসেন আদালতে নিয়মিত হাজিরা দিয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর আদালত তাকে এক বছরের সাজা দিয়ে নয় শর্তে প্রবেশনে মুক্তি দেয়। আদালতের দেয়া শর্ত যথাযথভাবে সমাজসেবা কর্মকর্তার নজরদারিতে এক বছর পালন করেছে আলমগীর হোসেন।  তার প্রেক্ষিতে প্রবেশন অফিসার আব্দুল ওহাব আদালতে প্রতিবেদন দাখিল করেন। রোববার এ প্রতিবেদনের পর্যালোচনা করে এ মামলা থেকে তাকে চূড়ান্তভাবে অব্যাহতি দেয়া হয়েছে। চূড়ান্তভাবে অব্যাহতি প্রাপ্ত আলমগীর হোসেনকে প্রসিকিউশনের পক্ষে এপিপি অ্যাডভোকেট ভীমসেন দাস ও প্রবেশন অফিসার আব্দুল ওহাব তাকে ফুল ও জাতীয় পতাকা উপহার দেন।