ভারতের ইছামতি নদী থেকে সাড়ে ৪১ কেজি সোনা উদ্ধার

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ০৭:০৪:১১ এম

নিজস্ব প্রতিবেদক: এবার যশোর বেনাপোল সীমান্তের ওপারে ভারতীয় সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে ৪১ কেজি (৪১ কেজি ৪৯১ গ্রাম) ওজনের সোনার বিস্কুট ও বার উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গত বৃহস্পতিবার রাতে বেনাপোল পুটখালী সীমান্ত দিয়ে পাচারের সময় ভারতের ঘোনারমাঠের ইছামতী নদীতে ভাসমান নৌকা থেকে এ বিপুল পরিমাণের সোনার চালানটি উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উদ্ধারকৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ২১ কোটি ২২ লাখ টাকা।

বিজিবির মাধ্যমে বিএসএফ একটি সূত্রে বলেছে, কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারীকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ইছামতি নদীতে একটি কাঠের নৌকায় ভারতীয় ভূখন্ডে প্রবেশ করতে দেখেন বিএসএফ সদস্যরা। তারা এগিয়ে যেতে তারা মালামাল ফেলে নদীতে লাফ দিয়ে সাঁতরে বাংলাদেশের দিকে ফিরে যায়। এরপর নৌকাটি তল্লাশি চালিয়ে ৫টি ব্যাগ থেকে ৩২১টি সোনার বিস্কুট, ৪টি সোনার বার, ১টি সোনার কয়েন উদ্ধার করা হয়।