বিদেশে পাঠানোর নামে ১০ লাখ টাকা আত্মসাতের মামলা

এখন সময়: বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০৩:৫৪:২১ পিএম

নিজস্ব প্রতিবেদক: মরিশাসে পাঠানোর নামে প্রতারণা করে ৮ জনের কাছ থেকে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২ জনের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইনে যশোর আদালতে একটি মামলা হয়েছে। বুধবার কেশবপুরের কাশিপুর গ্রামের কাজী ওবাইদুল্লাহর ছেলে কাজী হুমায়ুন কবির বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

আসারিমা হলো, ঢাকা দক্ষিণখান প্রেমবাাগন আসমোনা হেলেনা ভিলার বাসিন্দা ছাব্বির আহম্মদ ও তার পিতা মোফাজ্জল হোসাইন।

মামলার অভিযোভগে জানা গেছে, আসামিদের সাথে হুমায়ুন কবিরের পূর্ব পরিচয় ছিল। তারা রিক্রুটিং এজেন্ট পরিচয়ে মরিসাসের ভালো বেতনে চাকরির প্রলোভন দেয়। হুমায়ুন কবিরসহ ৮ জন যশোর শহরের আইনজীবী ভবনের সামনে তাদের সাথে দেখা করে পাসপোর্ট ও কিছু টাকা দেন। আসামিরা এ সময় তাদের দ্রæত সময়ের মধ্যে ভারত হয়ে মরিসাসে নিয়ে যাবে। এরপর আসামিরা পর্যায়ক্রমে খরচ বাবদ ১০ লাখ ২০ হাজার টাকা নেয়। বেশ কয়েক মাস হলেও আসামিরা তাদের বিদেশে না নিয়ে ঘোরাতে থাকে। এক পর্যায়ে হুমায়ুন কবির আাসমিদের সাথে যোগাযোগ করে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে দ্রæত দেয়ার অঙ্গীকার করে। গত ১২ জুন আসামিদের যশোর আদালতে পেয়ে টাকা ও পাসপোর্ট ফেরত চাইলে তা দিতে অস্বীকার করে। টাকা ও পাসপোর্ট আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।