কেশবপুরে যৌতুক মামলায় ইউপি মেম্বর কারাগারে

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ০৪:৫৩:০১ এম

সিরাজুল ইসলাম, কেশবপুর  : কেশবপুরে যৌতুক মামলায় ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর শাহাপুর ওয়ার্ডের মেম্বর ও প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ মন্টুকে পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। স্ত্রীর দায়েরকৃত মামলায় পুলিশ তাকে আটক করেছে।

ইউপি মেম্বর ও প্যানেল চেয়ারম্যান হারুন অর রশিদ মন্টুর স্ত্রী উপজেলা সাগরদাঁড়ি ইউনিয়নের গোপসেনা গ্রামের রুহুল আমিন গাজীর মেয়ে হিরা খাতুন  জানান, মন্টু যৌতুকের দাবিতে প্রায় তাকে শারীরিক ভাবে নির্যাতন করতো। শেষ পর্যন্ত তালাক দিয়ে এক কন্যা সন্তানসহ তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে সে তার বিরুদ্ধে আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন।