দেশের টাকায় পদ্মা সেতু করে বিশ্বে চমক দেখিয়েছেন প্রধানমন্ত্রী : কাজী নাবিল

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল , ২০২৪, ১১:৪৬:২০ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, বর্তমানে দেশের মানুষ বিশেষ মূহুর্ত পার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করে দেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ করেছেন। কিন্তু এই সেতু নির্মাণ করতে গিয়ে  কুচক্রী মহলের ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হয়েছে।  প্রধানমন্ত্রী তার বিচক্ষণ নেতৃত্বে দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বে চমক দেখিয়েছেন। পদ্মার বুকে খরস্রোতে সেতু নির্মান হবে যা কেউ ভাবতে পারেনি। এ সেতু নির্মাণ করার ফলে দক্ষিণপঞ্চিমাঞ্চলে অর্থনেতিক ক্ষেত্রে পরিবর্তন আসবে।
শুক্রবার যশোরের বাদশাহ  ফয়সল ইসলামী ইন্সটিটিউট (ঈদগাহ) স্কুলের  শেখ  রাসেল ডিজিটাল ল্যাব প্রদান করা উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
তিনি আরো বলেন এদেশের মানুষের  অর্থনৈতিক মুক্তির জন্য  বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন। পিতার স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ১৩ বছরে সকল ক্ষেত্রে  উন্নয়ন করেছেন। মাথাপিছু আয় বেড়েছে চারগুন গুণ, রপ্তানী বেড়েছে তিনগুন, বিদ্যুৎএর উৎপাদন বেড়েছে ২৫ হাজার মেগাওয়াট। তিনি শিক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছে। যাতে ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে দেশের নেতৃত্ব দিতে পারে।
বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুস  সবুর হেলালের সভাপতিত্বে   বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নবী। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের  সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী,  পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, উপজেলা  ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল,  জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি  লাইজু জামান, জেলা যুবলীগের সহসভাপতি  সৈয়দ  মেহেদী হাসান, সাংগঠনিক মঈন উদ্দীন মিঠু, প্রচার সম্পাদক কাউন্সিলর জাহিদ হোসেন মিলন,সদস্য শফিকুল আলম পারভেজ, কেরামত আলী মোল্লা,জেলা যুবমহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জাবের হোসেন জাহিদ,কাউন্সিলর সাহিদুর রহমান রিপনসহ নেতৃবৃন্দ।
বিকেলে সদরের হৈবতপুর ইউনিয়নের কেজেএইচ ইসলামী একাডেমি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের  সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, উপজেলা  ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল প্রমুখ।