ডুমুরিয়ায় জমি জবর দখলের পাঁয়তারা,পুলিশের হস্তক্ষেপে বন্ধ

এখন সময়: শুক্রবার, ১৯ এপ্রিল , ২০২৪, ১২:২৭:৪২ পিএম

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় এক পরিবারের দখলীয় জমি জবর দখলের পাঁয়তারা করছে প্রভাবশালী বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার রুদাঘরা ইউনিয়নে শোলগাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, উপজেলার শোলগাতিয়া এলাকার মৃত পক্কর সরকারের ছেলে পরিতোষ সরকার একই এলাকার কোকিল কৃষ্ণ সরকারের নিকট হতে শোলগাতিয়া মৌজার আর এস ১৬৪ নং খতিয়ানে ১৫ ও ৩৮৭ দাগের মধ্যে ৭ শতাংশ জমি ২০১১ সালে ৪৫০৬ নং দলিল মুলে ক্রয় করেন। সেই থেকে পরিতোষ সরকারি কর খাজনা দিয়ে ওই জমি ভোগ দখল করে আসছে। কিন্তু কোকিল সরকারের দলবলরা ওই সম্পত্তি নিজেদের দাবি করে বিভিন্ন সময় জবর দখলের চেষ্টা চালায়। উপায়ান্তর না পেয়ে পরিতোষ সরকার বাদী হয়ে খুলনা যুগ্ম জেলা জজ ২য় আদালতে একটি মামলা দায়ের করেন যার নং দেওয়ানি-৬৩/২০। মামলাটি দীর্ঘ শুনানি শেষে আদালত সরেজমিন তদন্তের জন্য অ্যাডভোকেট কমিশনের রিপোর্ট দাখিলের নির্দেশ দেন। সে মোতাবেক শুক্রবার সকালে স্থান পরিদর্শনে আসেন অ্যাডভোকেট কমিশনের প্রতিনিধি মোঃ আতিয়ার হোসেন। এদিকে ঘটনার দিন শুক্রবার সকালে প্রভাবশালী কোকিল সরকারের নেতৃত্বে সিকুল সরকার, দিঘুল, উত্তম, গোরাচাদ, গোলক, তুষার, সুব্রত, সবুজ সহ ১০/১৫ জন দা, লাঠিসোটা,শাবল নিয়ে অতর্কিতভাবে ওই জমিতে ঘেরা বেড়া দিয়ে দখলের পাঁয়তারা করে। এ সময় প্রতিপক্ষ পরিতোষ সরকারের লোকজন বাঁধা দিলে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তুষার কান্তি বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।