সাতক্ষীরায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

এখন সময়: শুক্রবার, ২৯ মার্চ , ২০২৪, ১০:৫৭:২০ এম

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় ২০২১-২২ অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ১ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রত্যেককে ৫ কেজি করে রোপা আমন ধানের ব্রিধান-৭৫ ও ব্রিধান- ৮৭ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার প্লাবনী সরকার প্রমুখ।